বাজিস-৮ : সাতক্ষীরায় সুবিধাবঞ্চিত নারীদের জীবনযাত্রার মানোন্নয়নে ঋণের চেক বিতরণ

480

বাজিস-৮
সাতক্ষীরা-চেক বিতরণ
সাতক্ষীরায় সুবিধাবঞ্চিত নারীদের জীবনযাত্রার মানোন্নয়নে ঋণের চেক বিতরণ
সাতক্ষীরা, ১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় ‘উন্নতজাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের জীবনযাত্রার মানোন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় আজ বিভিন্ন সমবায় সমিতির সুবিধাভোগী সদস্যদের ঋণের চেক বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় জেলা সমবায় কার্যালয়ে এসব চেক বিতরণ করা হয়।
জেলা সমবায় কর্মকর্তা হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঋণের চেক বিতরণ করেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলার ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৫০ জন সদস্যের মাঝে একলাখ ২০ হাজার টাকা করে মোট ৬০ লাখ টাকার প্রকল্প ঋণের চেক বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/২১৪৫/-এমকে