প্রধান বিচারপতির ছুটিকালীন আপীল বিভাগের মামলা নিস্পত্তির জন্য বিচারপতি মনোনীত

154

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ রোববার (১ সেপ্টেম্বর) থেকে আগামী ১০ অক্টোবর পর্যন্ত ছুটিতে থাকছেন।
সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ‘ভ্যাকেশন জাজ’ হিসেবে ১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং ২১ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর-২০১৯ পর্যন্ত বিচারপতি মো. নূরুজ্জামান দায়িত্ব পালন করবেন।
প্রধান বিচারপতি নিজেই এই দু’জনকে মনোনীত করেছেন।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২, ৯, ও ১৯ সেপ্টেম্বর এবং বিচারপতি মো. নূরুজ্জামান আগামী ২৩ ও ৩০ সেপ্টেম্বর এবং ৬ অক্টোবর সকাল ১১ টা থেকে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে আজ এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।