বাসস দেশ-৩৬ : বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল

259
  1. বাসস দেশ-৩৬
    রিফাত হত্যা- অভিযোগপত্র
    বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল
    বরগুনা, ১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস): বরগুনায় প্রকাশ্য দিবালোকে শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় পুলিশ আজ রোববার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।
    বরগুনার বিশেষ শাখার পুলিশ সুপারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।
    পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শেষে এই মামলার অন্যতম আসামী আয়েশা সিদ্দিকা মিন্নীসহ ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
    মামলার প্রধান আসামি নয়ন বন্ড বন্ধুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে।
    গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
    বাসস/সংবাদদাতা/এমএমবি/২০০৫/কেকে