কানাডায় এফবিসিসিআই প্রতিনিধিদল

347

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : কানাডার টরেন্টোতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-কানাডা বিজনেস ফোরাম এবং ১৩তম টরেন্টো গ্লোবাল ফোরামে অংশ নিতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) একটি বাণিজ্য প্রতিনিধিদল আজ কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। ৬ সদস্য প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম।
বিজনেস ফোরামে এফবিসিসিআই সভাপতি বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাত এবং কানাডার ব্যবসায়িরা কেন বাংলাদেশে বিনিয়োগ করবে এ বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবেন। ফোরামে এফবিসিসিআই এবং অন্টারিও চেম্বার অব কমার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং অন্টারিওর অর্থনৈতিক উন্নয়ন,কর্মসংস্থান ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী ভিক্টর ফিডেলি থাকবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া এফবিসিসিআই সভাপতি ৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ১৩তম টরেন্টো গ্লোবাল ফোরামে ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন, এক্সিলেরেটিং প্রোডাকটিভিটি এন্ড কম্পিটিটিভনেস বিষয়ে বক্তব্য রাখবেন।