বাসস দেশ-১৭ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

109

বাসস দেশ-১৭
রেডক্রিসেন্ট-প্রশিক্ষণ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ১২ দিন ব্যাপী ফিন্যান্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ রাজধানীর বড় মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরস্থ প্রশিক্ষণ কক্ষে দীর্ঘমেয়াদী এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান, ম্যানেজিং বোর্ড মেম্বার লুৎফুর রহমান চৌধুরী হেলাল, শেখ রইসুল আলম ময়না, সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, এম এ হালিম চৌধুরী প্রমুখ।
হাফিজ আহমদ মজুমদার বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিই শুধু নয়, যেকোন প্রতিষ্ঠানকে সামনে দিকে এগিয়ে নিতে হলে তার ফিন্যান্স ডিপার্টমেন্টকে দক্ষতার পরিচয় দিতে হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাদের দক্ষতা দিয়ে এ সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে।
বাসস/সবি/এসএস/১৭২৭/এএএ