বাসস দেশ-৪ : এয়ার ভাইস মার্শাল বাশারের মৃত্যুবার্ষিকী পালিত

145

বাসস দেশ-৪
বাশার-মৃত্যুবার্ষিকী
এয়ার ভাইস মার্শাল বাশারের মৃত্যুবার্ষিকী পালিত
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশারের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ রোববার বিমান বাহিনী নানা কর্মসূচী ও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে।
এ উপলক্ষ্যে ঢাকাস্থ ঘাঁটি বাশার এবং ঘাঁটি বঙ্গবন্ধুর কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্যও মহান আল্লাহতাআলার কাছে প্রার্থনা করা হয়।
মিলাদ মাহফিলে বিমান বাহিনীর উর্ধŸতন কর্মকর্তা, বিমানসেনা ও বেসামরিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
খাদেমুল বাশার ৬ নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সাথে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধ এবং বিমান বাহিনীর গঠনে এই বীর মুক্তিযোদ্ধার অবদান বিমান বাহিনী সকৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধাভরে স্মরণ করে। এই সাহসী বৈমানিক ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। এ দুর্ঘটনায় একই সাথে স্কোয়াড্রন লীডার মফিজুল হকও শাহাদাত বরণ করেন।
বাসস/আইএসপিআর/এফএইচ/১৪৫২/এমএসআই