বাসস দেশ-২ : সায়েন্স ল্যাবে পুলিশের ওপর হামলায় মামলা

157

বাসস দেশ-২
বিস্ফোরণ-মামলা
সায়েন্স ল্যাবে পুলিশের ওপর হামলায় মামলা
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানায় একটি মামলা করা হয়েছে।
সায়েন্স ল্যাব পুলিশ বক্সের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বাসস’কে বলেন, পুলিশের ওপর ককটেল নিক্ষেপের অভিযোগে এ মামলা করা হয়।
গতকাল শনিবার রাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কে বা কারা হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম গতকাল রাতে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে সায়েন্স ল্যাব মোড়ে মন্ত্রীর গাড়ি ও তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ি যানজটে আটকা পড়ে। এ সময় মন্ত্রীর নিরাপত্তা দলের সদস্য সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। ট্রাফিক পুলিশের সঙ্গে তিনি কথা বলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় এএসআই শাহাবুদ্দিন এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল (৪০) আহত হন।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহাবুদ্দিনের দুই পায়ে স্প্লিন্টারের আঘাত লাগে। আমিনুল হাতে আঘাত লেগেছে।
বাসস/এফএইচ/১৩৫৮/এমএসআই