হুন্ডুরাসে গুলি করে সাংবাদিক হত্যা

240

তেগুসিগালপা, ১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক) : হুন্ডুরাসের উত্তর-পশ্চিমাঞ্চলে গুলি করে এক সাংবাদিককে হত্যা করা হয়েছে। মধ্য আমেরিকান এ দেশটিতে ২০০১ সাল থেকে এ পর্যন্ত ৭৯ জন সাংবাদিককে হত্যা করা হয়।
হুন্ডুরাসের জাতীয় মানবাধিকার কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, এইচসিএইচ টিভির সংবাদদাতা এডগার জোয়েল এগুইলারকে রাজধানী তেগুসিগালপার ২শ’ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলের কোপান নগরীতে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, অজ্ঞাত সূত্র থেকে এডগারকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।
মানবাধিকার কমিশনার রবার্তো হীরা কেসিরেস বলেন, সবসময়ই একজন সাংবাদিককে হত্যা মানে বেঁচে থাকার অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা।
বিবৃতি অনুযায়ী দেশটিতে সাংবাদিক ও সংবাদকর্মীদের ওপর ৯১ শতাংশ অপরাধেরই কোন বিচার হয় না। মেক্সিকোর পাশাপাশি হুন্ডুরাসও বিশ্বে সাংবাদিকদের জন্যে সবচেয়ে ভয়ংকর স্থান হিসেবে বিবেচিত।