নাটোরে উদ্যোক্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু

385

নাটোর, ১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে নাটোরে ৩৭৫ জন উদ্যোক্তার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকাল দশটায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
প্রশিক্ষণের উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, জনসংখ্যার আনুপাতিক হিসেবে দেশে যুব শক্তি আধিক্য রয়েছে-যা অনেক উন্নত দেশেও নেই। এ সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ খুব সহজেই উন্নয়নের কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছে যেতে পারবে। তরুণ উদ্যোক্তারা ইতিবাচক চিন্তাধারায় তাদের লক্ষ্য নির্ধরণ করতে পারলে সফলতা আসবেই। এক্ষেত্রে সরকার সব রকমের পৃষ্টপোষকতা প্রদান করবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুল ইসলাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ উদ্বোধনী সেশনের সভা প্রধানের দায়িত্ব পালন করেন। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম রাব্বি, নাটোর এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষক মোঃ ইমরান হোসেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
২৫ জন করে উদ্যোক্তার ১৫ কর্ম দিবসের প্রশিক্ষণ ১৫টি ব্যাচে সম্পন্ন হবে। প্রশিক্ষণে দক্ষতা ব্যবস্থাপনা, বিনিয়োগের সুফল ও উদ্যোক্তা উন্নয়ন, বিনিয়োগ পরিবেশ, সেবা ও বিধি-বিধান, বিনিয়োগ পরিকল্পনা, বিনিয়োগ উদ্যোগ গ্রহণ ইত্যাদি মডিউলে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।