বাসস দেশ-৩৪ : রাজধানীতে ২ পুলিশ আহত

332

বাসস দেশ-৩৪
পুুলিশ-আহত
রাজধানীতে ২ পুলিশ আহত
ঢাকা, ৩১ আগস্ট, ২০১৯ (বাসস) : রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় শনিবার রাত সোয়া নয়টার দিকে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। কে বা কারা বা কি উদ্দেশ্যে এ হামলা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাসস’র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংবাদদাতা জানিয়েছেন, আহত দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল (৪০)। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
ককটেল বিস্ফোরণে এএসআই শাহাবুদ্দিনের দু’পায়ে সামান্য আঘাত লেগেছে। আর কনস্টেবল আমিনুল হাতে আঘাত পেয়েছেন। আহত দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত পুলিশ সদস্যদের বহন করে হাসপাতালে নিয়ে আসা পুুলিশের এস আই গোলাম রসুল বলেন, এ ঘটনায় আহত এএসআই শাহাবুদ্দিন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের প্রটোকলের দায়িত্বে ছিলেন। সোয়া নয়টার দিকে মন্ত্রীর গাড়ি শাহবাগের দিক থেকে সায়েন্স ল্যাব মোড় হয়ে ধানমন্ডির দিকে যাচ্ছিল। ওই এলাকায় যানজট থাকায় এএসআই শাহাবুদ্দিন বিষয়টি নিয়ে সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলতে যান। এ সময় সেখানে পুলিশ বক্সের সামনে ওই ঘটনা ঘটে।
বাসস/সংবাদদাতা/এমএন/০০১০/-আরজি