বাজিস-৯ : ঝালকাঠিতে ‘পোষ্টহারভেস্ট ম্যানেজমেন্ট ও প্রাইমারী প্রসেসিং’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

356

বাজিস-৯
ঝালকাঠি-কর্মশালা
ঝালকাঠিতে ‘পোষ্টহারভেস্ট ম্যানেজমেন্ট ও প্রাইমারী প্রসেসিং’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঝালকাঠি, ৩১ আগস্ট ২০১৯ (বাসস) : জেলায় আজ ‘স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস’ প্রকল্পের (বিপণন অংগ) আওতায় ‘পোষ্টহারভেস্ট ম্যানেজমেন্ট ও প্রাইমারী প্রসেসিং’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় আয়োজিত এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইউসুফ।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) শাহনাজ বেগম নীনা, বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. সেলিম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কৃষিবিদ মো. ফজলুল হক।
অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ‘স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস’ প্রকল্পের (বিপণন অংগ) পরিচালক ড. মো. আশ্রাফুজ্জামান।
কর্মশালায় কৃষি বিভাগের কর্মকর্তা, নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার কৃষক-কৃষাণীসহ ৭০জন অংশ নেন।
বাসস/সংবাদদাতা/২১৩৫/-এমকে