বাসস দেশ-২২ : রাজধানীতে ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

376

বাসস দেশ-২২
র‌্যাব-গ্রেফতার
রাজধানীতে ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
ঢাকা, ২৪ জুন, ২০১৮ (বাসস) : রাজধানীতে ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা শনিবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার এক বাসায় অভিযান চালিয়ে পাঠাও চালকসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা, ৮টি মোবাইল ফোন সেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের মাদক ব্যবসায়ী মো. ইফতেখারুল ইসলাম (২৫), ওই ভবনের কেয়ারটেকার ও উখিয়ার বাসিন্দা মো. অলি আহম্মেদ (২৪), ওষুধ কোম্পানির ইনফরমেশন অফিসার মোস্তফা কামাল এবং পাঠাও চালক মো. রানা আহম্মেদ ওরফে রাজু (২৫)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি মো. মিজানুর রহমান ভুঁইয়া আজ রোববার বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজধানীর কারওয়ান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান বলেন, কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে ঢাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর যোগসাজশের তথ্য আমরা পেয়েছি। তাদের নামও জেনেছি। তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
তিনি বলেন, পাঠাও চালকদের কয়েকজনের তথ্য আমরা পেয়েছি। মাদক পরিবহনে পাঠাও চালক ও রোহিঙ্গা নাগরিকদের ব্যবহারের তথ্য ক্ষতিয়ে দেখা হচ্ছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯৪৭/এসই