বাসস দেশ-২৫ : সেই স্বাধীনতা বিরোধীরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত : ধর্মপ্রতিমন্ত্রী

349

বাসস দেশ-২৫
ধর্মপ্রতিমন্ত্রী-শোক-দিবস
সেই স্বাধীনতা বিরোধীরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত : ধর্মপ্রতিমন্ত্রী
ঢাকা, ৩১ আগস্ট, ২০১৯ (বাসস) : ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা নির্মমভাবে হত্যা করেছিল সেই স্বাধীনতা বিরোধীরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) বাংলাদেশ ইনসুরেন্স ফোরাম (বিআইএফ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের (বিআইএফ) প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সভায় জাতির পিতার নির্মম হত্যাকান্ডের কথা স্মরণ করেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন ও আন্তর্জাতিক রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রযাত্রায় স্বাধীনতা বিরোধীরা ঈর্ষান্বিত হয়ে গুজবসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জিয়া, মোস্তাক পরোক্ষ খুনি, তাদের বিচারও দাবী করেন ধর্ম প্রতিমন্ত্রী। বক্তৃতায় তিনি বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বাসস/সবি/এমএন/২০১৬/এএএ