অবৈধ বিদেশিক তহবিল রাখার দায়ে অভিযুক্ত সুদানের বাশির

237

খার্তুম, ৩১ আগস্ট, ২০১৯ (বাসস ডেস্ক) : সুদানের একটি আদালত শনিবার দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে অবৈধভাবে বিদেশিক তহবিল রাখা ও তা তছরুপের দায়ে অভিযুক্ত করেছে।
বিচারক আল সাদিক আবদেলরহমান বলেন, কর্তৃপক্ষ বাশিরের বাড়ি থেকে তিন লাখ ৫১ হাজার ৭শ ৭০ ডলার জব্দ করেছে।