বাসস ক্রীড়া-৫ : শেষ ষোলোতে বার্তি-প্লিসকোভা-সেরেনা

153

বাসস ক্রীড়া-৫
টেনিস-ইউএস ওপেন
শেষ ষোলোতে বার্তি-প্লিসকোভা-সেরেনা
নিউ ইর্য়ক, ৩১ আগস্ট, ২০১৯ (বাসস) : ইউএস ওপেন টেনিসে মহিলা এককে শেষ ষোলোতে উঠেছেন দ্বিতীয় বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্তি, তৃতীয় বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিন প্লিসকোভা ও অষ্টম বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। বার্তি-সেরেনা সরাসরি সেটে জিতলেও, তিন সেট লড়াই শেষে ম্যাচ জিততে হয়েছে প্লিসকোভাকে।
তৃতীয় রাউন্ডে বার্তির প্রতিপক্ষ ছিলো ৩০তম বাছাই গ্রীসের মারিয়া শাকারি । প্রথম সেটে বার্তির সাথে লড়াই করার চেষ্টা করেন শাকারি। এতে সেটটি টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছিলো। কিন্তু সেটি হতে দেননি বার্তি। টাইব্রেকারে গড়ানোর আগেই ম্যাচটির ইতি টানেন বার্তি। ৭-৫ গেমে প্রথম সেট জিতে নেন বার্তি। পরের সেটে প্রতিপক্ষকে লড়াই করার সুযোগই দেননি বার্তি। ৬-৩ গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচ শেষ করেন তিনি। ম্যাচটি শেষ হতে ১ ঘন্টা ২৭ মিনিট সময় লাগে।
শেষ ষোলো নিশ্চিত হওয়ায় বার্তি বলেন, ‘দারুন লাগছে শেষ ষোলো নিশ্চিত করতে পেরেছি। শাকারিকে নিয়ে কিছুটা চিন্তায় ছিলাম। তার বিপক্ষে আগে কখনো খেলেনি। তবে সে ভালো খেলোয়াড়। তার জন্য শুভ কামনা থাকলো।’
বার্তি সহজে জিতলেও, জয়ের জন্য ঘাম ঝড়াতে হয়েছে প্লিসকোভাকে। অবাছাই তিউনিশিয়ার ওন্স জাবেউরের বিপক্ষে তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নামেন তিনি। প্রথম সেট ৬-১ গেমে জিতেন প্লিসকোভা। তবে পরের সেটে প্লিসকোভাকে চমকে দেন জাবেউর। ৬-৪ গেমে দ্বিতীয় সেট জিতেন জাবেউর। ফলে ম্যাচে ১-১ সমতা আসে। তবে তৃতীয় সেটে নিজের সেরাটা দিয়ে প্রত্যাশিত জয় তুলে নেন প্লিসকোভা। ৬-৪ গেমে তৃতীয় সেটে জয় পান তিনি। স্বস্তির জয় পেয়ে প্লিসকোভা বলেন, ‘কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। তবে হাল ছাড়িনি। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম।’ ২ ঘন্টা ৮ মিনিট স্থায়ী ছিলো ম্যাচটি।
এ দিকে দ্বিতীয় রাউন্ডে বেশ বেগ পেতে হলেও তৃতীয় রাউন্ডে সহজ জয়ের স্বাদ পান সেরেনা। এই রাউন্ডে অবাছাই চেক প্রজাতন্ত্রের কারোলিনা মুচোভাকে৬-৩ ও ৬-২ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন সেরেনা। মাত্র ১ ঘন্টা ১৪ মিনিটেই ম্যাচ জয় শেষে সেরেনা বলেন, ‘সত্যিই খুব ভালো লাগছে। যেভাবে খেলতে চেয়েছি, সেভাবেই খেলেছি। পরের রাউন্ডগুলোতেও ভালো করতে চাই।’
বাসস/এএমটি/১৪৩০/স্বব