মুস্তাফিজ বাদ ফিরলেন সাকিব-তাসকিন-মোসাদ্দেক

386

ঢাকা, ৩০ আগস্ট, ২০১৯ (বাসস) : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দলে সুযোগ পাননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে দলে অধিনায়ক হয়েই ফিরেছেন সাকিব আল হাসান, ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও পেসার তাসকিন আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য আজ দল ঘোষনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্রাম পেতেই দলে নেই ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এই সিরিজে যে তামিম থাকবেন না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি। তাই তামিম-মুস্তাফিজ ছাড়াও দলে নেই খালেদ আহমেদ। ইনজুরির কারনে দলে সুযোগ হয়নি তার। সর্বশেষ নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে ছিলেন তিনি।
২০১৮ সালের নভেম্বরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আঙ্গুলের ইনজুরিতে পড়েন সাকিব। ফলে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি তিনি। অবশেষে টেস্ট দলে ফিরলেন সাকিব। অবশ্য তার আগে দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপে দেখিয়েছেন পারফরমেন্সের ঝলক। দু’টি সেঞ্চুরি সহ ব্যাট হাতে ৬০৬ রান ও বল হাতে ১১ উইকেট নেন সাকিব।
সর্বশেষ নিউজিল্যান্ড সফরের জন্য দলে সুযোগ পেয়েছিলেন তাসকিন। কিন্তু বিপিএলে ইনজুরিতে পড়ে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে পড়েন তিনি। তাসকিনের অর্ন্তুভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজ। আমাদের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ, টি-২০ বিশ্বকাপ সিরিজ আছে। তাই আমরা তাকে বিশ্রামে রেখেছি।’
তাসকিনের ফেরার ব্যাপারে নান্নু বলেন, ‘বিপিএলে ইনজুরির কারনে নিউজিল্যান্ডে সিরিজ থেকে ছিটকে পড়ে তাসকিন। সে এখন ভালো ক্রিকেট খেলছে এবং ভারতে ভালো করেছে, তাই সে আবার দলে সুযোগ পেল।’
তামিম না থাকায়, উদ্বোধনী জুটিতে সাদমান ইসলামের সঙ্গী কে হবেন এই নিয়ে ছিলো আলোচনা। ওপেনার হিসেবে দলে সুযোগ পাবার দৌঁড়ে ছিলেন ইমরুল কায়েস। কিন্তু ইমরুলের ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তাকে বিবেচনায় নেয়নি নির্বাচকরা এমনটা জানালেন নান্নু। তিনি বলেন, ‘ওপেনিং-এ ইমরুলকে আমরা বিবেচনা করেছিলাম। ছলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় থাকায়, সে খেলতে পারবে না। তবে আমরা ব্যাক-আপ ওপেনার রেখেছি, সৌম্য-লিটনকে। আমরা আশা করবো, ইমরুল দ্রুতই ক্রিকেটে ফিরবে।’
অলরাউন্ডার সাকিবের সাথে তিনজন স্পিনারকে দলে রাখা হয়েছে। এরা হলেন- তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাইম হাসান। নান্নু বলেন, ‘মিরাজের আঙ্গুলে সামান্য ইনজুরি রয়েছে, তবে গুরুত্বর কিছু না। সে এখন ভালো আছে এবং চট্টগ্রামের ক্যাম্পে সে যোগ দিবে।’
মিডল-অর্ডারে মোসাদ্দেককে ব্যাক-আপ হিসেবে দলে রাখা হয়েছে বলে জানান নান্নু। তিনি বলেন, ‘মোসাদ্দেককে ব্যাক-আপ হিসেবে রাখা হয়েছে। কন্ডিশন-আবহাওয়ার কারনে যেকোন খেলোয়াড় অসুস্থ হতে পারে। তাই তাকে ব্যাক-আপ রাখা হয়েছে।’
চট্টগ্রামে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।