বাসস দেশ-২২ : অধ্যাপক নূরজাহান ভুইয়ার ইন্তেকাল

140

বাসস দেশ-২২
নূরজাহান-ইন্তেকাল
অধ্যাপক নূরজাহান ভুইয়ার ইন্তেকাল
ঢাকা, ২৯ আগস্ট, ২০১৯ (বাসস) : দেশের প্রথিতযশা চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের সাবেক ডীন ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. নূরজাহান ভুইয়া বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)।
তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর ও চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি স্বামী, একমাত্র ছেলে, পুত্রবধু, দুই নাতিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও দেশ-বিদেশের স্বীকৃত মেডিকেল জার্নালে তার অনেক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাছাড়া তিনি চিকিৎসা বিজ্ঞানের উপর একাধিক সমাদৃত গ্রন্থের প্রণেতা।
ভুইয়া পরিবারের উত্তরসূরী বর্তমান ৩২ জন ডাক্তার সদস্যের তিনি ছিলেন অন্যতম অভিভাবক। তিনি ছিলেন আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া, হলিফ্যামিলি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বিপিএমপিএ সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভুইয়া, সাবেক সচিব আসাদুজ্জামান ভুইয়ার ভাবী ও যুক্তরাজ্যে বসবাসকারী ডা. আকতারুজ্জামান ভুইয়ার ভ্রাতৃবধু।
আগামীকাল শুক্রবার বাদ জুমা ঢাকর গুলশান আজাদ মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
বাসস/সবি/কেসি/আহো/১৮০৫/-আসচৌ