বাসস ক্রীড়া-৬ : তৃতীয় রাউন্ডে জকোভিচ-ফেদেরার

107

বাসস ক্রীড়া-৬
টেনিস-ইউএস ওপেন
তৃতীয় রাউন্ডে জকোভিচ-ফেদেরার
নিউ ইর্য়ক, ২৯ আগস্ট, ২০১৯ (বাসস) : ইউএস ওপেন টেনিসের পুরুষ এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ ও তৃতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। জকোভিচ সরাসরি সেটে জিতলেও চার সেট লড়াই করতে হয়েছে ফেদেরারকে।
চতুর্থ রাউন্ডের ম্যাচে জকোভিচ মুখোমুখি হয়েছিলেন অবাছাই আর্জেন্টিনার হুয়ান লনডিরোর। ৬-৪ গেমে জয় দিয়ে এ ম্যাচের লড়াই শুরু করেন জকোভিচ। তবে, দ্বিতীয় সেটে লড়াই ফেরার আপ্রাণ চেষ্টা করেন লনডিরো। তাই ঐ সেটটি টাইব্রেকারে গড়ায়। কিন্তু জকোভিচের অভিজ্ঞতার সামনে হার মানেন লনডিরো। ৭-৬ (৭/৩) গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচের লাগাম নিয়ে নেন জকোভিচ। এরপর তৃতীয় সেট ৬-১ গেমে জিতে ম্যাচ জয় নিশ্চিত করেন জকোভিচ। ম্যাচটি শেষ হতে সময় লাগে ২ ঘন্টা ১৫ মিনিট।
ম্যাচ জিতে জকোভিচ বলেন, ‘নিজের পারফরমেন্সে আমি সন্তুষ্ট। তবে, দ্বিতীয় সেটে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু আত্মবিশ্বাস হারাইনি। দারুনভাবে ওই সেটটি জিততে পারি। তাই ম্যাচও ভালোভাবে জিততে পারি।’
চতুর্থ রাউন্ডে ফেদেরার প্রতিপক্ষ ছিলেন অবাছাই বসনিয়া এন্ড হার্জেগোভিনিয়ার দামির ডিজুমহুর। প্রথম সেটেই ফেদেরারকে চমকে দেন তিনি। ৬-৩ গেমে সেটটি জিতে নেন ডিজুমহুর। এতে ভড়কে যাননি ফেদেরার। দুর্দান্তভাবে নিজের সেরাটা দিয়ে পরের তিন সেট জিতে নেন ফেদেরার। ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে শেষ তিন সেট জিতেন ফেদেরার। ফলে ২ ঘন্টা ২২ মিনিটে ম্যাচও জিতে নেন তিনি।
শেষ তিন সেটে দুর্দান্ত পারফরমেন্স করায় খুশী ফেদেরার। তিনি বলেন, ‘শেষ তিন সেটে দারুন পারফরমেন্স করেছি আমি। প্রথম সেটে ভালো খেলেছে ডিজুমহুর। তবে আমি হাল ছাড়িনি। শেষ তিন সেট ঘুরে দাঁড়াতে পেরেছি এবং জিততে পেরেছি।’
বাসস/এএমটি/১১০/-আরজি