বাসস দেশ-১৪ : শাহজালালে ৫ কেজি ৪৮৭ গ্রাম স্বর্ণসহ এক বিদেশী নাগরিক আটক

138

বাসস দেশ-১৪
শাহজালাল-স্বর্ণ উদ্ধার
শাহজালালে ৫ কেজি ৪৮৭ গ্রাম স্বর্ণসহ এক বিদেশী নাগরিক আটক
ঢাকা, ২৪ জুন, ২০১৮ (বাসস) : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজি ৪৮৭ গ্রাম স্বর্ণের বারসহ একজন বিদেশি নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
শনিবার দিবাগত রাত ১টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক লুই কুন হং (৩৩) চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২ কোটি ৭৪ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো: শহিদুল ইসলাম আজ বাসসকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, লুই কুন হং শনিবার রাতে মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে ঢাকা আসেন । তিনি বিমান থেকে নেমে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার দেহ তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ গুলো বিশেষ ব্যবস্থায় তার জুতার মধ্যে লুকানো ছিল।
আটককৃত স্বর্ণ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের হেফাজতে আছে।
তার বিরুদ্ধে শুল্ক আইনে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৭৫০/অমি