বাসস ক্রীড়া-২ : অনুশীলন ম্যাচে স্মিথ-স্টার্কদের অধিনায়ক খাজা

109

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-অস্ট্রেলিয়া
অনুশীলন ম্যাচে স্মিথ-স্টার্কদের অধিনায়ক খাজা
লন্ডন, ২৯ আগস্ট, ২০১৯ (বাসস) : অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচের আগে আজ থেকে ডার্বিশায়ারের বিপক্ষে তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে নামছে সফরকারী অস্ট্রেলিয়া। এ ম্যাচে অসিদের অধিনায়কত্ব করবেন বাঁ-হাতি ব্যাটসম্যান উসমান খাজা।
খাজার নেতৃত্বে খেলবেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও পেসার মিচেল স্টার্কদের মত অভিজ্ঞ খেলোয়াড়রা। এ ম্যাচ দিয়ে আবারো ক্রিকেটে ফিরছেন স্মিথ। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে মাথার পেছনে বলের আঘাত পেয়েছিলেন স্মিথ। এরপর ঐ টেস্টে দ্বিতীয় ইনিংস ও তৃতীয় ম্যাচে খেলতে পারেননি তিনি। অনুশীলন ম্যাচ দিয়ে স্মিথের ফিটনেসের পরীক্ষা করা হবে।
এদিকে, অনুশীলন ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার দলে ডাকা হয়েছে ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে। দলের বেশিরভাগ ক্রিকেটারকে বিশ্রামে দিতেই সাসেক্স থেকে ডেকে আনা হয়েছে ক্যারিকে। বিশ্বকাপের পর থেকে সাসেক্সের হয়েই কাউন্টিতে খেলছেন ক্যারি।
অনুশীলন ম্যাচে বিশ্রামে থাকবেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক টিম পেইন, ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, জেমস প্যাটিনসন ও নাথান লিঁও।
বার্মিংহামের দুই ইনিংসে সেঞ্চুরি করে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত এক জয়ের স্বাদ দেন স্মিথ। ২৫১ রানে ঐ ম্যাচ জিতে অসিরা। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র হয়। আর বেন স্টোকসের বীরত্বে লিডসে সিরিজের তৃতীয় টেস্টে মাত্র ১ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।
ডার্বিশায়ারের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশ : উসমান খাজা (অধিনায়ক), ক্যামেরন বেনক্রফট, অ্যালেক্স ক্যারি, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুশানে, মিচেল মার্শ, মাইকেল নাসের, পিটার সিডল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও ম্যাথু ওয়েড।
বাসস/এএমটি/১৬১৫/আরজি