বাজিস-৭ : নোয়াখালীতে ভূগর্ভস্থ পানি শোধনাগারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

108

বাজিস-৭
নোয়াখালী- পানি শোধনাগার
নোয়াখালীতে ভূগর্ভস্থ পানি শোধনাগারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
নোয়াখালী, ২৮ আগস্ট, ২০১৯ (বাসস): সুপেয় পানি সরবরাহ করার লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) উদ্যোগে ৪৬ কোটি টাকা ব্যয়ে জেলা শহরে ভূগর্ভস্থ পানি শোধনাগারের নির্মাণ কাজ শুরু হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের পুরাতন হাউজিং মাঠে নির্মানকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল।
এ সময় ডিপিএইচই-এর প্রকল্প পরিচালক মো. জহির উদ্দিন দেওয়ান, জেলা নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাশ, নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা ‘ডিপিএইচই’ কার্যালয় সূত্রে জানা যায়, এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিঘন্টায় ৩৫০ ঘনমিটার পানি পরিশোধন হবে। এ প্রকল্পের কাজ ২০২০ সালের জুন মাস নাগাদ শেষ হওয়ার কথা।
বাসস/সংবাদদাতা/১৭১০/এমকে