বাসস দেশ-১৩ : অধিক পুষ্টিগুণসম্পন্ন ফসল ও ফলের উন্নত জাত উদ্ভাবনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ

103

বাসস দেশ-১৩
কমিটি- কৃষি
অধিক পুষ্টিগুণসম্পন্ন ফসল ও ফলের উন্নত জাত উদ্ভাবনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ
ঢাকা, ২৮ আগস্ট, ২০১৯ (বাসস) : কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় গবেষণা করে কম সময়ে উৎপাদিত অধিক পুষ্টিগুণসম্পন্ন ফসল ও ফলের নতুন উন্নত জাত উদ্ভাবন করতে সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য কৃষি মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন প্রাং, আনোয়ারুল আবেদীন খান এবং হোসনে আরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় কমিটির বিগত বৈঠকের সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় লিচু, রাম্বুটান ও লিচু জাতীয় দেশীয় আঁশফলের সংকরায়ণের মাধ্যমে ছোট বীজসম্পন্ন উন্নত জাত উদ্ভাবনের লক্ষ্যে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পরামর্শ দেয়া হয়।
কমিটির কাজুবাদামের গুণগত ও মানসম্পন্ন বাণিজ্যিক উৎপাদন নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিকমানের প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ পদ্ধতি অনুসরণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৬৫৫/এএএ