বাজিস-৩ : জয়পুরহাটে এক কোটি টাকা ঝুঁকিহ্রাস ঋণ বিতরণ

120

বাজিস-৩
জয়পুরহাট- বিতরণ
জয়পুরহাটে এক কোটি টাকা ঝুঁকিহ্রাস ঋণ বিতরণ
জয়পুরহাট, ২৮ আগস্ট, ২০১৯ (বাসস) : দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মসূচীর আওতায় জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় ২০১৮-১৯ অর্থ বছরে এক কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। একই সময়ে ঋণ আদায়ের পরিমান হচ্ছে ৬১ লাখ ৯৬ হাজার ২০৮ টাকা।
জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ সূত্র বাসস’কে জানায়, দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মসূচীর আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে জেলায় এক কোটি টাকা ঋণ হিসেবে বিতরণের জন্য বরাদ্দ প্রদান করে সরকার। এরমধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ২৭ লাখ টাকা , পাঁচবিবি উপজেলায় ২৩ লাখ, আক্কেলপুর উপজেলায় ২৪ লাখ , ক্ষেতলাল উপজেলায় ২৩ লাখ ও কালাই উপজেলায় ৩ লাখ টাকা। জুন মাসের মধ্যে ওই ঋণের টাকা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এক কোটি টাকার মধ্যে অনুদান হিসেবে রয়েছে ২৪ লাখ ৩৫ হাজার ৮২৫ টাকা বলে জানায় জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ।
২০১৮-১৯ অর্থ বছরের জুন পর্যন্ত ৬১ লাখ ৯৬ হাজার ২০৮ টাকা আদায় করা হয়েছে এবং অনাদায়ী ঋণের পরিমান হচ্ছে ১২ লাখ ১৯ হাজার ১৬৭ টাকা বলে জানান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুফাক্ষারুল ইসলাম। ঋণ আদায়ের অগ্রগতি হচ্ছে শতকরা ৮৫ দশমিক ৪ ভাগ বলেও জানান তিনি।
বাসস/সংবাদদাতা/১২-১১/নূসী