বাসস দেশ-২৪ : আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশী ছাত্রের কৃতিত্ব

129

বাসস দেশ-২৪
আদিবুর-কৃতিত্ব
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশী ছাত্রের কৃতিত্ব
ঢাকা, ২৭ আগস্ট, ২০১৯ (বাসস) : চীনের অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা ‘আলোহা মেন্টাল এরিথমেটিক ইন্টারন্যাশনাল কম্পিটিশন-২০১৯’ এ বাংলাদেশী শিক্ষার্থী শরিফ আদিবুর রহমান চ্যাম্পিয়ন হয়েছে।
আদিবুর ধানমন্ডির ইউরোপিয়ান স্টান্ডার্ড স্কুলের (ইএসএস) নবম শ্রেণির ছাত্র।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ জুলাই চীনের ফশানে মার্কো পোলো হোটেলে এই প্রতিযোগিতার আসর বসেছিল।
এর আগে ২০১৮ সালে আবিদ রাশিয়ার মস্কোয় আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায়ও বিজয়ী হয়েছিল।
এছাড়া আদিব ২০১৫ সালে ফিলিপাইনের ম্যানিলায়, ২০১৬ সালে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ২০১৭ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পুরস্কার অর্জন করে। এসব প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, স্পেন, জার্মাানি, পুর্তগাল, ক্রোয়েমিয়া, মেক্সিকো, ইকুয়েডর, সুইডেন, উজবেকিস্তান এবং রাশিয়াসহ ৪০ টি দেশের প্রায় ৫০ হাজার প্রতিযোগি অংশ নেয়।
শরিফ আদিবুর রহমান মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা জজ শলিফ লুৎফর রহমান এবং কবি নাইমা খানমের দ্বিতীয় পুত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রয়াত এ এন এম আবদুল মান্নান খানের নাতি।
বাসস/এসএএইচ/অনু-এসই/১৯২০/-আসচৌ