বাসস ক্রীড়া-৫ : পাকিস্তানের ক্রিকেট কোচের দৌড়ে এগিয়ে মিসবাহ

98

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-পাকিস্তান -কোচ-মিসবাহ
পাকিস্তানের ক্রিকেট কোচের দৌড়ে এগিয়ে মিসবাহ
করাচি, ২৭ আগস্ট, ২০১৯ (বাসস/এএফপি) : বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কারণে মিকি আর্থার দায়িত্ব হারানোর পর সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক পাকিস্তান ক্রিকেট দলের নতুন কোচের সম্ভাব্য তালিকায় এগিয়ে রয়েছেন।
টেস্ট অধিনায়ক হিসেবে পাকিস্তানের সবচেয়ে সফলতা অর্জনকারী মিসবাহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন। ফলে কোচের পদের জন্য আবেদনে তার আর কোন বাঁধা থাকল না।
কোচের এই অবস্থানকে নিজের ‘স্বপ্ন’ উল্লেখ করে সাবেক এই পাকিস্তানী ব্যাটসম্যান বলেন,‘ পাকিস্তান দলের প্রধান কোচের পদে আবেদন করার জন্য আমি কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছি।’
ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানকে সেমি-ফাইনালে পৌঁছে দিতে না পারায় আর্থারের চুক্তি নবায়নে অস্বীকৃতি জানায় চার সদস্যের নির্বাহী কমিটি। এই পদের জন্য অন্য কোন আবেদন পড়েছে কিনা সেটি এখনো জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে দেশটির গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোন্স ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোর্টনি ওয়ালস এই পদের জন্য আবেদন করেছেন।
মিসবাহ বলেন, কাজের জন্য প্রতিযোগিতা করা বেশ কঠিন। তবে মজার বিষয় হচ্ছে আবেদন জমা দেয়ার আগেই গণমাধ্যমে আমার নামটিই বেশি ফলাও করে প্রচারিত হচ্ছে। তবে আমার মনে হয়, সেখানে দারুন প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ অনেক উচ্চ যোগ্যতা সম্পন্ন লোক এই পদের জন্য আবেদন করছেন। এটি হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং একটি কাজ।’
পাকিস্তানের হয়ে ৫৬টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়ে মিসবাহ দলকে জিতিয়েছেন ২৬টি ম্যাচে। বাকী ম্যাচের ১১টিতে ড্র করলেও হেরেছে ১৯ ম্যাচে। ২০১৭ সালে অবসর গ্রহন করেন মিসবাহ।
শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের আগেই নতুন কোচের নাম ঘোষণা করতে পারে পাকিস্তান। আগামী ২৭ সেপ্টেম্বর করাচিতে শুরু হবে এই সিরিজ।’
বাসস/এএফপি/এমএইচসি/১৮০৫/আরজি