কর্ণফুলি নদীর তলদেশে জমাটকৃত পলিথিন অপসারণে দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ

191

ঢাকা, ২৭ আগস্ট, ২০১৯ (বাসস) : নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় কর্ণফুলি নদীর তলদেশে জমাটকৃত পলিথিন অপসারণের দ্রুত ব্যবস্থা নিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্ণফুলী নদীর (চ্যানেলের গুপ্তা বাঁকসহ) নাব্যতা সচল রাখার লক্ষ্যে এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য শাজাহান খান, রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, মোঃ আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা সভায় অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম বন্দরের টেকসই দক্ষতা বৃদ্ধিতে কি কি করণীয় সে সম্পর্কে বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বৈঠকে উপস্থ’াপিত প্রতিবেদনের ওপর কমিটি বিস্তারিত আলোচনা করে।
সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বন্দরের বিদ্যমান সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়লের সচিব, চট্টগ্রাম ও মোংলা বন্দরের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।