বাসস দেশ-২৯ : ঢাকায় ৪ থেকে ৭ সেপ্টেম্বর টেক্সটাইল গার্মেন্টস শিল্পের প্রদর্শনী

543

বাসস দেশ-২৯
গামেন্টস- প্রদর্শনী-সংবাদ সম্মেলন
ঢাকায় ৪ থেকে ৭ সেপ্টেম্বর টেক্সটাইল গার্মেন্টস শিল্পের প্রদর্শনী
ঢাকা, ২৬ আগস্ট ২০১৯ (বাসস) : আগামী ৪ থেকে ৭ সেপ্টেম্বর ঢাকায় টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের প্রদর্শনীর আয়োজন করেছে।
সেমস গ্লোবাল রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
রাজধানীর পুরানা পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রদর্শনীর তথ্য তুলে ধরেন সেমস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহেরুন এন. ইসলাম বলেন, ২০তম ‘টেকটেক্স বাংলাদেশ’ দক্ষিণ এশিয়ার টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের অন্যতম আন্তর্জাতিক প্রদর্শনী। প্রদর্শনীর পাশাপাশি ‘১৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০১৯’ এবং ‘৩৮তম ডাই-ক্যাম বাংলাদেশ এক্সপো-২০১৯’ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, চীন, ভারত, জার্মানি, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, তাইওয়ান, জাপান, তুরস্ক, ইতালি, শ্রীলঙ্কাসহ মোট ২৫টি দেশের প্রায় ১২৫০টি প্রতিষ্ঠান দেড় হাজার স্টলে নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।
এ সময় সেমস গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান নাইম শরিফ, এজিএম কে এম খায়রুল হাসান আরিফ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএআর/২২১৮/এইচএন