বাসস দেশ-২৩ : বঙ্গবন্ধুর খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন

279

বাসস দেশ-২৩
শোক দিবস- আলোচনা-সমাবেশ
বঙ্গবন্ধুর খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন
ঢাকা, ২৬ আগস্ট, ২০১৯ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় আলোচনা সভা, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ- সভাপতি নাট্য ও চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া প্রাচীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুন সরকার রানা, যুগ্ম সম্পাদক অভিনেত্রী তানভিন সুইটি, অভিনেত্রী জেনিফার ফেরদৌস প্রমুখ।
সভায় বক্তারা বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর ঋণ বাঙালি জাতি কখনো শোধ করতে পারবে না। বাঙালি জাতি বঙ্গবন্ধুর কাছে চিরঋণী হয়ে থাকবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ বিকেলে শ্রম ও কর্মসংস্থান ব্যাংক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এক আলেচানা সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব কানিজ ফাতেমা ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক।
আলোচনা সভায় হাবিবুর রহমান সিরাজ বলেন, ’৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত সকল ষড়যন্ত্রকারীকে বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় সব উদ্যোগ নিতে হবে।
বাসস/সবি/এমএআর/১৯৪৪/কেজিএ