ঢাকা সিএমএইচ-এ রাবেয়া ও রোকেয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

171

ঢাকা, ২৬ আগস্ট, ২০১৯ (বাসস) : ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন মাথা জোড়া লাগানো যমজ শিশু রাবেয়া ও রোকেয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল।
প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় গত ১ আগস্ট ঢাকা সিএমএইচ-এ ৩৩ ঘন্টা ব্যাপী মাথা জোড়া লাগানো যমজ শিশু রাবেয়া ও রোকেয়ার অপারেশন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, অপারেশনের পরে হাংগেরীয় মেডিকেল টিমের সদস্যরা দেশে ফিরে গেছেন। পরে ঢাকা সিএমএইচ এর একটি মেডিকেল টীম সার্বক্ষণিকভাবে বাচ্চা দুটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে।
এ মেডিকেল টীম অপারেশন পরবর্তী জটিলতা কাটিয়ে ওঠার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। বর্তমানে রোকেয়ার পরিস্থিতি রাবেয়ার তুলনায় কিছুটা জটিল। রাবেয়ার অপারেশন পরবর্তী শারীরিক অবস্থা এখন যথেষ্ট ভাল ও স্থিতিশীল। রোকেয়ার অপারেশন পরবর্তী অচেতনতা এখনো কিছুটা রয়ে গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে শিশু দুটির শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন।