বাসস দেশ-১২ : বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুরের ব্যবসায়ীরা

112

বাসস দেশ-১২
বাণিজ্য মন্ত্রণালয়-মতবিনিময়
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুরের ব্যবসায়ীরা
ঢাকা, ২৬ আগস্ট, ২০১৯ (বাসস) : সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।
একই সাথে তারা বিনিয়োগ পরবর্তী সময়ে তাদের পণ্য বিদেশে রপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা চেয়েছেন।
সফররত সিঙ্গাপুর বিজনেস ফেডারশেনরে এক্সিকিউটিভ ডিরেক্টর সুয়েই চেই সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের র্কমর্কতাদের সাথে মতবিনিময়কালে এ সহযোগিতা চান।
এ সময় বাণিজ্য সংক্রান্ত বিষয়েও পর্যালোচনা করা হয়।
উল্লেখ্য, চেই ১৮ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। মতবিনিময় সভায় বাণিজ্য মন্ত্রণালয়রে রপ্তানি অনুবিভাগের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে নেতৃত্ব দেন।
বাংলাদশে বিনিয়োগ উন্নয়ন র্কতৃপক্ষ, রপ্তানি উন্নয়ন ব্যুরো, ডব্লিউটিও সেলের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
শুরুতে রপ্তানি উইং এর যুগ্মসচিব আবদুর রহিম খান বাংলাদেশের বিনিয়োগ ও ব্যবসা পরিবেশ সম্পর্কিত বিভিন্ন তথ্য ও উপাত্ত প্রোজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকান্ড, আমদানি/রপ্তানির জন্য সনদ গ্রহণ প্রক্রিয়া, কোম্পানী গঠনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ডিজিটালাইজেশন, বিনিয়োগের জন্য ওয়ান স্টপ সার্ভিসসহ বাংলাদেশে বিনিয়োগের সুবিধাসমূহ সবিস্তারে তুলে ধরনে।
তিনি সিঙ্গাপুরে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেেশ আরো বেশি বিনিয়োগ করার আহবান জানান।
বাসস/সবি/জেডআরএম/১৭৫০/কেএআর