বাজিস-৭ : হবিগঞ্জের বাহুবলে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

111

বাজিস-৭
হবিগঞ্জ- উচ্ছেদ অভিযান
হবিগঞ্জের বাহুবলে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
হবিগঞ্জ, ২৬ আগস্ট, ২০১৯ (বাসস): জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজারে আজ থেকে শুরু হয়েছে সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। প্রথমদিনের অভিযানে একটি দোতলা ভবনসহ ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
আজ সোমবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক। সোমবার সকাল ১১টা থেকে মিরপুর ভিতর বাজারে এ অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে।
মিরপুর ইউনিয়ন ভূমি সহকারী নুর আলী বলেন, প্রথমদিনের অভিযানে সরকারী ২০ শতক জমির উপর গড়ে উঠা দোতলা ভবনসহ ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই বিশ শতক জায়গার মূল্য কয়েককোটি টাকা হবে বলে তিনি উল্লেখ করেন।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বলেন, বহুবছর যাবৎ বেদখল হওয়া সরকারী ভূমি উদ্ধারে কাজ করছি। মিরপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
বাসস/সংবাদদাতা/১৭৩৮/এমকে