নীলফামারীতে ভূমি ব্যবস্থাপনায় শুদ্ধাচার প্রশিক্ষণ

169

নীলফামারী, ২৬ আগস্ট, ২০১৯ (বাসস) : জেলায় আজ সোমবার স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনায় শুদ্ধাচার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই প্রশিক্ষণের আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।
জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
দিনব্যাপী প্রশিক্ষণে নীলফামারী জেলা প্রশাসনের আওতাধীন সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপ-সহকারী ভূমি কর্মকর্তা, ভূমি জরিপ বিভাগের কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ভূমি সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মচারী অংশগ্রহণ করেন।