কেরাণীগঞ্জে বুড়িগঙ্গা তীরের বর্জ্য অপসারণ কাজ শুরু

165

কেরাণীগঞ্জ,ঢাকা, ২৬ আগষ্ট ২০১৯ (বাসস) : দখল ও দূষণের কারণে অস্তিত্ব সঙ্কটে রয়েছে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার পাড়ের অবৈধভাবে জমিয়ে রাখা ময়লা আবর্জনার স্তুপের দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের বাসিন্দাসহ পথচারীরা। এ সঙ্কট দূর করতে নতুন করে অবৈধ দখল উচ্ছেদ ও বর্জ্য অপসারণে কাজ শুরু হয়েছে বুড়িগঙ্গার দক্ষিণ তীরের কেরাণীগঞ্জের আগানগর এলাকায়। এতে অংশ নিচ্ছে প্রায় চারশত শ্রমিক । এর মাধ্যমে বুড়িগঙ্গার দক্ষিণ তীরের আদি বৈচিত্র ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে এ কাজ শুরু হয়েছে। এতে সহায়তা করছে কেরাণীগঞ্জ আঞ্চলিক শাখা যুবলীগ। গ্রীণ এন্ড ক্লিন কেরাণীগঞ্জ প্রকল্পের আওতায় পরিচ্ছন্ন কেরাণীগঞ্জ গড়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। গত একসপ্তাহ আগে পূর্ব আগানগরের আলম মার্কেট এলাকা থেকে শুরু হওয়া এ কাজে ইতিমধ্যেই এসেছে ব্যাপক অগ্রগতি। কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ আরো বলেন সম্পূর্ণ নিজস্ব জনবল এবং যন্ত্রপাতি দিয়ে এ কাজটি শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বর্জ্য অপসারণের পরিধি আরো বাড়ানো হবে।
সরেজমিনে দেখা গেছে, বুড়িগঙ্গার দক্ষিণ তীরের আগানগর এলাকায় গৃহবর্জ্য,গার্মেন্টস শিল্পের টুকরা কাপড়,ডাবের খোসার বিশাল বিশাল স্তুপ সরিয়ে নিচ্ছেন পরিচ্ছন্ন কর্মিরা। এসময় পরিচ্ছন্ন কাজের তদারকিতে থাকা আঞ্চলিক শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মুসলিম ঢালী জানান,গত এক সপ্তাহে প্রায় দুই হাজার টন বর্জ্য সরিয়ে নেয়া হয়েছে। পাশাপাশি অপসারণ করা হয়েছে বেশকিছু অবৈধভাবে গড়ে ওঠা টঙ দোকান, স্থানীয় সাংসদ বিদ্যুৎ,জ¦ালাণি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু’র স্বপ্ন পূরণের লক্ষ্যে পরিচ্ছন্ন কেরাণীগঞ্জ গড়ার প্রত্যয়ে উপজেলা পরিষদের অর্থায়নে এ বর্জ্য অপসারণ কাজ করা হচ্ছে। ইস্পাহানী এলাকার বাসিন্দা মো.জামাল হোসেন বলেন এর আগেও বেশ কয়েকবার বুড়িগঙ্গা তীরের বর্জ্য অপসারণের কাজ পরিচালনা করা হয়েছে। তবে এবারের মতো এত পরিচ্ছন্ন কাজ আমরা কখনই দেখিনি। তিনি বলেন এখন এটি ধরে রাখতে হবে। যাতে করে ভবিষ্যতে আর কেউ বুড়িগঙ্গা তীরে বর্জ্য ফোলতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়াতে হবে। তবেই দুর্গন্ধমুক্ত পরিবেশে বুড়িগঙ্গার পাড়ের মানুষ তাদের যাবতীয় কার্যাদি সম্পন্ন করতে সক্ষম হবেন।