বাসস ক্রীড়া-১৩ : গ্রুপের শেষ ম্যাচে থাকছেন না উরুগুয়ের ডিফেন্ডার গিমেনেজ

145

বাসস ক্রীড়া-১৩
ফুটবল-বিশ্বকাপ
গ্রুপের শেষ ম্যাচে থাকছেন না উরুগুয়ের ডিফেন্ডার গিমেনেজ
নিজনি নোভোগ্রাদ, ২৪ জুন ২০১৮ (বাসস) : থাইয়ের ইনজুরির কারনে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে গ্রুপ-এ’তে নিজেদের শেষ ম্যাচে উরুগুয়ের হয়ে খেলতে পারছেনা না ডিফেন্ডার হোসে মারিয়া গিমেনেজ।
উরুগুয়ের ফুটবল এসোসিয়েশন এক বিবৃতিতে এ্যাথলেটিকো মাদ্রিদের এই তারকা সেন্টার-হাফের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে। সামারায় আগামীকাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুটি ম্যাচে উরুগুয়ে ও রাশিয়া জিতলেও স্বাগতিকরা গোল ব্যবধানে বেশ খানিকটা এগিয়ে রয়েছে। ইতোমধ্যেই অবশ্য দুটি দলেরই নক আউট পর্ব নিশ্চিত হয়েছে। এখন গ্রুপের শ্রেষ্ঠত্ব দখলের লড়াইয়ে কাল দু’দল মাঠে নামবে। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ গ্রুপ-বি’ থেকে আসা পর্তুগাল, স্পেন কিংবা ইরানের মধ্যে যেকোন দল।
গ্রুপের প্রথম দুটি ম্যাচে মিশর ও সৌদি আরব দুই দলের বিপক্ষেই উরুগুয়ের ১-০ গোলে জয়ী হয়েছে। প্রথম ম্যাচে জয়সূচক গোলটি করেছিলেন গিমেনেজ।
বাসস/নীহা/১৫১০/স্বব