নড়াইলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

290

নড়াইল, ২৪ জুন, ২০১৮ (বাসস) : জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ নড়াইলে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে জেলা শিশু একাডেমিতে চারটি গ্রুপে শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক দিলীপ কুমার দেবনাথ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ওলিউর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইন্সেপেক্টর বিদ্যুৎ বিহারি নাথ, উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।