বাসস দেশ-২৪ : রাজিবের মৃত্যু ঘটনায় তদন্ত প্রতিবেদন ২৬ সেপ্টেম্বর

108

বাসস দেশ-২৪
রাজিব-মৃত্যু-তদন্ত-প্রতিবেদন
রাজিবের মৃত্যু ঘটনায় তদন্ত প্রতিবেদন ২৬ সেপ্টেম্বর
ঢাকা, ২২ আগস্ট, ২০১৯ (বাসস): দুর্ঘটনায় রাজিবের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। রাজধানীতে গত বছর দুই বাসের মাঝে চাপা পড়ে নিহত হয় রাজিব।
তদন্ত কর্মকর্তা আজ প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনসারী এই দিন ধার্য করেন।
তিতুমীর কলেজের ডিগ্রী তৃতীয় বষের্র ছাত্র রাজিব হোসেন ২০১৮ সালের ৩ এপ্রিল নগরীর সোনারগাঁ ক্রসিং-এ দু’টি দ্রুতগামী বাসের মাঝে পড়ে ডান হাত হারিয়ে দুই সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে ১৭ এপ্রিল মারা যায়।
এ ব্যাপারে রাজধানীর শাহবাগ থানায় ওইদিন মামলা দায়েরের পর পুলিশ বাস দু’টির চালকদের আটক করে। তারা এখন কারাগারে রয়েছে।
বাসস/সংবাদদাতা/অনু-এএএ/১৮৩০/-জেহক