বাজিস-৮ : চট্টগ্রামের হাটহাজারীতে পাঁচশ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা বন্ধ

101

বাজিস-৮
চট্টগ্রাম-পলিথিন জব্দ
চট্টগ্রামের হাটহাজারীতে পাঁচশ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা বন্ধ
চট্টগ্রাম, ২২ আগস্ট, ২০১৯ (বাসস): জেলার হাটহাজারী উপজেলায় আজ একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫শ’ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে কারখানাটি।
হাটহাজারির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন-এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে প্রায় দেড়ঘন্টা ব্যাপি উপজেলার চৌধুরীহাট রেলস্টেশনের পশ্চিমে জাফর কাউন্সিলরের ঘাটার বিপরীত পাশে অবস্থিত একটি পলিথিনের কারখানায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
ইউএনও মো. রুহুল আমিন জানান, কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫ শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়াও প্রায় ৩ শ’ কেজি পলিথিন তৈরির উপকরণ জব্দ করা হয়।
তিনি জানান, মালামাল জব্দ করে তা ধ্বংস এবং পলিথিনের কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে।
বাসস/জিই/এসকেবি/১৭৫৫/-এমকে