বাসস ক্রীড়া-৪ : শীর্ষ তিন বাছাইয়ে জকোভিচ-নাদাল-ফেদেরার

97

বাসস ক্রীড়া-৪
টেনিস-ইউএস ওপেন
শীর্ষ তিন বাছাইয়ে জকোভিচ-নাদাল-ফেদেরার
যুক্তরাষ্ট্র, ২২ আগস্ট ২০১৯ (বাসস) : ইউএস ওপেন টেনিসের বাছাই পর্ব চূড়ান্ত হলো। পুরুষ এককে শীর্ষ বাছাই হয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন সার্বিয়ার নোভাক জকোভিচ। গেল আসরে আর্জেন্টিনার হুয়ান মার্টিন ডেল পোর্তোকে হারিয়ে তৃতীয় বারের মত ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি। ফাইনালে জকোভিচ ৬-৩, ৭-৬ (৭/৪) ও ৬-৩ গেমে হারান পোর্তোকে।
এবারের আসরের দ্বিতীয় বাছাই হলেন স্পেনের রাফায়েল নাদাল। তিনবার ইউএস ওপেনের শিরোপা জিতেছেন তিনি। ২০১০, ২০১৩ ও ২০১৭ সালে ইউএস ওপেনের শিরোপা জয় করেন নাদাল।
তৃতীয় বাছাই হলেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। পাঁচবার ইউএস ওপেনের শিরোপা জয়ের স্বাদ নিয়েছেন ফেদেরার। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা শিরোপা জয় করেছিলেন তিনি।
পুরুষ এককে শীর্ষ দশ বাছাই :

বাছাই খেলোয়াড়
১ নোভাক জকোভিচ (সার্বিয়া)
২ রাফায়েল নাদাল (স্পেন)
৩ রজার ফেদেরার (সুইজারল্যান্ড)
৪ ডোমিনিক থিম (অস্ট্রিয়া)
৫ ডানিল মেদভেদেভ (রাশিয়া)
৬ অ্যালেক্সান্ডার জেভরেভ (জার্মানি)
৭ কেই নিশিকোরি (জাপান)
৮ স্টেফানোস টিসিটসিপাস (গ্রিস)
৯ কারেন খাচানভ (রাশিয়া)
১০ রর্বাতো বাউতিস্তা আগুত (স্পেন)
বাসস/এএমটি/১৭৩০/মোজা/স্বব