গোপালগঞ্জে ৫ দিনব্যাপী বনজ ও ফলদ বৃক্ষমেলা শুরু

202

গোপালগঞ্জ, ২২ আগস্ট, ২০১৯ (বাসস): জেলায় পাঁচ দিনব্যাপী বনজ ও ফলদ বৃক্ষ মেলা আজ বৃহস্পতিবার শুরু হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
আজ সকালে স্থানীয় পৌর পার্কে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
পরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক রমেশ চন্দ্র বহ্ম’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ছানোয়ার হোসেন, সহকারী বন সংরক্ষক মো. মহিউদ্দিন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হরলাল মধু।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও নার্সারী ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
এর আগে, বৃক্ষমেলা উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কের মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শহরের পৌর পার্কে অনুষ্ঠিত এ মেলায় ২০টি স্টল রয়েছে। এ মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত। এছাড়াও মেলা চলাকালীন প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বৃক্ষের উপকারিতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবেশ ভাবনা সম্পর্কে ভিডিও চিত্র প্রদর্শন করা হবে।