বাসস বিদেশ-২ : ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ১শ’ কোটি ডলারের সমস্যাপূর্ণ কর্মসূচি বাতিল পেন্টাগনের

135

বাসস বিদেশ-২
যুক্তরাষ্ট্র-সামরিক-ক্ষেপণাস্ত্র
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ১শ’ কোটি ডলারের সমস্যাপূর্ণ কর্মসূচি বাতিল পেন্টাগনের
ওয়াশিংটন, ২২ আগস্ট, ২০১৯ (বাসস ডেস্ক): পেন্টাগন বুধবার জানিয়েছে, তারা নকশা সংক্রান্ত নানা সমস্যার কথা উল্লেখ করে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে একশ’ কোটি ডলার ব্যয়ের একটি সমস্যাপূর্ণ কর্মসূচি বাতিল করেছে। খবর এএফপি’র।
প্রতিরক্ষা বিভাগ জানায়, তারা রিডিজাইন কিল ভেহিকল বা আরকেভি নামক এ অস্ত্র পদ্ধতির একটি নতুন নকশা প্রণয়নের চেষ্টা করবে। বোয়িং এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে।
প্রতিরক্ষা বিভাগের গবেষণা ও প্রকৌশল বিষয়ক আন্ডারসেক্রেটারি মাইকেল গ্রিফিন বলেন, ‘এ কর্মসূচির সমাপ্তি করা দায়িত্বশীলতার বিষয় ছিল।’
বাসস/এমএজেড/১২০০/এমএবি