বাসস দেশ-১৩ : সরকারি জমি দখলকে ফৌজদারি কার্যবিধির অধীনে বিচার করার আইন হচ্ছে : ভূমিমন্ত্রী

108

বাসস দেশ-১৩
ভূমিমন্ত্রী-ই-পেমেন্ট
সরকারি জমি দখলকে ফৌজদারি কার্যবিধির অধীনে বিচার করার আইন হচ্ছে : ভূমিমন্ত্রী
ঢাকা, ২১ আগস্ট, ২০১৯ (বাসস): ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সরকারি জমি উদ্ধারে আরো তৎপর হওয়ার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়ে বলেছেন, সরকারি জমি অবৈধ দখলকে ফৌজদারি কার্যবিধির অধীনে বিচার করার আইন তৈরির কাজ চলছে।
সাইফুজ্জামান চৌধুরী আজ রাজধানীর সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এটুআইয়ের সহযোগিতায় ঢাকা বিভাগীয় ভূমি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিন দিনব্যাপী ‘ই-নামজারি সঞ্জীবনী কর্মশালার’ দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল জেলার কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সেলিম রেজা, স্থানীয় সরকার পরিচালক এম ইদ্রিস সিদ্দিকী ও এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান।
সাইফুজ্জান চৌধুরী বলেন, ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন ধরণের লেনদেনের জন্য ই-পেমেন্ট গেটওয়ে স্থাপনের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ই- পেমেন্ট গেটওয়ে চালু হলে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ভূমি সেবায় একটি নতুন দিগন্ত শুরু হবে।
ভূমিমন্ত্রী আরো বলেন, দুর্নীতির কারণে আমরা আমাদের যথার্থ জায়গায় পৌঁছাতে পারিনি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সকলকে একসঙ্গে কাজ করে যেতে হবে।
কর্মশালায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, অফিস সহকারী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
এর আগে কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন পর্যায়ের তিন কর্মকর্তা তাদের বক্তব্যে নিজ অভিজ্ঞতা ও ভাবনার কথা তুলে ধরেন।
মাঠ পর্যায়ে কাজ করতে যে সকল সমস্যার মুখোমুখি হতে হয়, তা নিয়ে বিশেষজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা ও পরামর্শ গ্রহণ করা, এবং সেই সঙ্গে নিজেদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান বের করার চেষ্টা করাই সঞ্জীবনী কর্মশালার মূল উদ্দেশ্য।
বাসস/সবি/এমএএস/১৬২০/আরজি