পিরোজপুরে ২৫০ শয্যার হাসপাতালের নির্মাণ কাজ এগিয়ে চলেছে

218

পিরোজপুর, ২১ আগস্ট, ২০১৯ (বাসস) : জেলায় ২শ’ ৫০ শয্যার হাসপাতাল এর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। দরপত্র আহ্বান করে ইতোমধ্যেই সংশ্লিষ্ট ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে এবং ঠিকাদার ১২% নির্মাণ কাজ ইতিমধ্যেই করেছে।
৪৫ কোটি টাকা ব্যয়ের এ হাসপাতালের নির্মাণ কাজ ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তর এর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়।
১২ তলা বিশিষ্ট হাসাপাতাল ভবনের প্রাথমিক পর্যায়ে ৮ তলা নির্মাণ করা হচ্ছে। গণপূর্ত বিভাগের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী বিশ^নাথ বনিক জানিয়েছেন, এ ভবনের বেসমেন্ট এ ৩৫টি গাড়ী ও ষ্টোর থাকবে। প্রথম তলায় জরুরী ও বর্হিবিভাগ এবং রেডিও লজি বিভাগ থাকবে। ২য় তলার থাকবে প্রশাসনিক অফিস ও বর্হিবিভাগ। ৩য় থেকে ৬ষ্ট তলায় পুরুষ ও মহিলা ওয়ার্ড ও অপারেশন থিয়েটার। ৭ম তলায় থাকবে কেবিন। মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের জন্য দুটি করে মোট চারটি কেবিন রিজার্ভ থাকবে। এছাড়া ২টি ভিআইপি কেবিনসহ মোট ১৮টি কেবিন থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০০৯ সালে সরকার গঠন করে পিরোজপুরের ৫০ শয্যার হাসপাতালটিকে ১শত শয্যায় উন্নীত করেছে এবং সেখান থেকে এ হাসপাতালটিকে ২শত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়েছে এবং হাসপাতালে নতুন ভবন নির্মাণের লক্ষ্যে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী আরো জানান, এ হাসপাতালটি নির্মাণে কোন ধরণের অনৈতিক কর্মকান্ড সহ্য করা হবে না।