বাসস দেশ-২০ : চট্টগ্রামে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

716

বাসস দেশ-২০
আওয়ামী লীগ-প্রতিষ্ঠা বার্ষিকী
চট্টগ্রামে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
চট্টগ্রাম, ২৩ জুন ২০১৮ (বাসস) : বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ নগরীতে দলের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।
অনুষ্ঠানের মধ্যে রয়েছে শোভাযাত্রা, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ আলোচনা অনুষ্ঠান।
চট্টগ্রাম নগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন দিবসটি উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
এ ছাড়া সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা জাতীয় পতাকা ও দলীয় উত্তোলন করে। এরপর একই স্থান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
এ সময় নেতা-কর্মীরা বঙ্গবন্ধু ও তাঁর কন্যা শেখ হাসিনার প্রতিকৃতি, ব্যানার, ফেস্টুন নিয়ে মৌলবাদ, জঙ্গিবাদ বিরোধী শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির পক্ষে শ্লোগান দেয়।
পাশাপাশি, চট্টগ্রাম আওয়ামী লীগ নগর কার্যালয়ে বিকেলে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা নইম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন বাচ্চু, রেজাউল করিম, বদিউল আলম, এম এ রশিদ এবং অ্যাডভোকেট ইফতেখার সামিউল চৌধুরীসহ অন্যরা বক্তৃতা করেন।
বাসস/এমএএম/এসই/২০২০/আহা/-এইচএন