বাসস দেশ-২২ : ডেঙ্গুরোগীর সহায়তায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

127

বাসস দেশ-২২
ডেঙ্গু-রক্তদান-আহ্বান
ডেঙ্গুরোগীর সহায়তায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
ঢাকা, ২০ আগস্ট, ২০১৯ (বাসস) : ডেঙ্গুরোগে আক্রান্তদের জীবন বাঁচাতে রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রতিমন্ত্রী আজ রাজধানীর জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, ডেঙ্গুর কারণে রক্তের চাহিদা বেড়েছে। সুস্থ ও সবল যে কোন মানুষ প্রতি তিন মাস অন্তর রক্ত দিতে পারেন। নিয়মিত রক্তদান করলে হৃদরোগ, ক্যান্সারসহ অনেক রোগের ঝুঁকি কমে। তাই সকলেরই রক্তদানে এগিয়ে আসা উচিত। যারা স্বেচ্ছায় রক্তদান করছেন, তারা সকলেই বঙ্গবন্ধুকে অন্তর থেকে ভালোবাসেন বলেও তিনি উল্লেখ করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ শেখ সাইফুল ইসলাম শাহীন অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বাসস/তবি/এসএস/আহো/১৮১৫/কেএমকে