বাজিস-৬ : নাটোরের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

135

বাজিস-৬
নাটোর- মাছের পোনা
নাটোরের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
নাটোর, ২০ আগস্ট, ২০১৯ (বাসস) : সদর উপজেলার তেবাড়িয়া বিলে ৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি এ পোনা অবমুক্ত করেন।
এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নকামী বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। অন্যান্য খাতের সাথে মৎস্য খাতের অগ্রগতি অসাধারণ। বর্তমানে বাংলাদেশ প্রতিবছর ৫২ লাখ টন মাছ উৎপাদনের মধ্য দিয়ে সারাবিশ্বে তৃতীয় স্থান দখল করে আছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার বানু,ও জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, নাটোর সদর উপজেলায় চলতি অর্থ বছরে বিভিন্ন জলাশয়ে মোট চারশ’ কেজি মাছের পোনা অবমুক্ত করা হলো।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বাসস’কে বলেন, রাজস্ব খাতের অধীনে জেলায় চলতি অর্থ বছরে মোট দুই হাজার আটশ’ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জেলায় মাছের বাৎসরিক উৎপাদন ৫৩ হাজার টন।
বাসস/সংবাদদাতা/১৪৫৫/নূসী