চট্টগ্রাম কাস্টম হাউজে জুলাই মাসে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন

147

চট্টগ্রাম, ১৯ আগস্ট, ২০১৯ (বাসস) : চট্টগ্রাম কাস্টম হাউজ চলতি ২০১৯-২০ অর্থ-বছরের জুলাই মাসে রাজস্ব আদায়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ১২ দশমিক ৪৫ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে। যা বিগত অর্থ বছরের চেয়ে চার’শ ১২ দশমিক ৪২ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম কাস্টম হাউজ সুত্র জানায়, ২০১৭-১৮ অর্থ-বছরের জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছিলো তিন হাজার ১৬০ দশমিক ৭৮ কোটি টাকা। ওই মাসে রাজস্ব প্রবৃদ্ধি হয় ৩দশমিক ৪৭ ভাগ।
২০১৮-১৯ অর্থ-বছরের জুলাই মাসে রাজস্ব আদায় হয় তিন হাজার ৩১১ দশমিক ৯৩ কোটি টাকা। ওই মাসে প্রবৃদ্ধি অর্জিত হয় ৪ দশমিক ৮৭ ভাগ। চলতি অর্থ-বছরে জুলাই মাসে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১২ দশমিক ৪৫ ভাগ।
বিগত তিন অর্থ-বছরের জুলাই মাসের রাজস্ব আদায়ের হার পর্যালোচনা করে দেখা যায় চলতি অর্থ-বছরের জুলাই মাসের অর্জিত প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্য বেশি।
চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার ফখরুল আলম বলেন, চলতি অর্থ-বছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ে সর্বোচ্চ চেষ্টা থাকবে। অর্থ-বছরের প্রথম মাসে বিগত অর্থ-বছরগুলোর তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে, এটি অবশ্যই ইতিবাচক দিক।
আমদানি রপ্তানি বাণিজ্য অব্যাহত থাকলে এবং বেশি রাজস্বের পণ্য আমদানির পরিমাণ বৃদ্ধি পেলে অব্যশই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার তুলনায় অর্জনের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে বলে জানান তিনি।
চলতি অর্থবছরে তুলনামূলকভাবে প্রবৃদ্ধি বেড়েছে বিগত অর্থবছরের চেয়ে বেশি।