বাসস দেশ-২৯ : তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে হবে

263

বাসস দেশ-২৯
জনপ্রশাসন মন্ত্রণালয়-শোকদিবস
তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে হবে
ঢাকা, ১৫ আগস্ট, ২০১৯ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন।
ঢাকার শাহবাগস্থ বিসিএস প্রশাসন একাডেমিতে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এ আলোচনা সভার আয়োজন করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রধান আলোচক হিসাবে আলোচনায় অংশগ্রহণ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তার। লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতিক আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেন, যুগ যুগ ধরে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, কর্ম, বাণী ও আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করছে। সকলেই তার আদর্শ অনুসরণ করলে উন্নত সমাজ ও দেশ গড়া সম্ভব। এ সময় আলোচকবৃন্দ সকলকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান।
বাসস/সবি/কেসি/২০২০/এএএ