বাসস দেশ-২১ : দ্বিপাক্ষিক সম্মেলনে যোগ দিতে ৫২ কর্মকর্তা শিলংয়ে

123

বাসস দেশ-২১
ভারত-বৈঠক-সম্মেলন
দ্বিপাক্ষিক সম্মেলনে যোগ দিতে ৫২ কর্মকর্তা শিলংয়ে
সিলেট, ১৯ আগস্ট, ২০১৯ (বাসস) : দ্বিপাক্ষিক সম্মেলনে যোগ দিতে দেশের সাত জেলা প্রশাসকসহ ৫২ কর্মকর্তা ভারতের শিলংয়ে গেছেন।
আজ ভারতের শিলংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী জেলাসমূহের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক (ডিসি-ডিএম) সম্মেলনে যোগ দিতে তারা তামাবিল স্থলবন্দর হয়ে ভারতে গেছেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন জানান, প্রতিবছর দুই দেশের সীমান্তবর্তী জেলাসমূহের প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সীমান্তবর্তী অঞ্চলের সমস্যা ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ বছর মেঘালয়ের শিলংয়ে সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রতিনিধি দলে আছেন জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি), পানি উন্নয়ন বোর্ড, কাস্টমস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা রয়েছে।
সম্মেলন শেষে বুধবার তারা দেশে ফিরবেন।
বাসস/সবাদদাতা/এসএস/১৯২০/- জেজেড