জাতীয় পার্টি রাজনীতির মাঠে আছে : গোলাম মোহাম্মদ কাদের

280

ঢাকা, ১৯ আগস্ট, ২০১৯ (বাসস) : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন,জাতীয় পার্টি কার্যকর বিরোধী দল হিসেবে রাজনীতির মাঠে আছে। ঐক্যবদ্ধ জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে সাধারন মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করবে।
আজ জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে আগত নেতাকমীদের সাথে আলোচনাকালে গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুস সাত্তার পোদ্দার এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, আমরা দেশ ও জনগনের পক্ষে ইতিবাচক রাজনীতি করবো।কথায় কথায় যারা সরকারকে পদত্যাগে বাধ্য করতে চায়, বাংলাদেশের রাজনীতিতে সেটা একেবারেই অসম্ভব। তাই প্রতিটি দলেরই উচিত নির্বাচিত সরকারকে রাষ্ট্র পরিচালনার জন্য ৫ বছর সময় দেয়া এবং পরবর্তী নির্বাচনের জন্য নিজ দলকে সংগঠিত করা। তৃণমূলে দলকে আরো শক্তিশালী করতে সবার প্রতি আহবানও জানান তিনি।
এতে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, আডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল, আহসান আদেলুর রহমান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ, সুলতান আহমেদ সেলিম।