নকশা জালিয়াতির অভিযোগে এফআর টাওয়ারের মালিক তাসভীর গ্রেফতার

320

ঢাকা, ১৮ আগস্ট, ২০১৯ (বাসস) : ভবনের নকশা জালিয়াতির অভিযোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ রাজধানীর বনানীর এফআর টাওয়ারের মালিক তাসভীর উল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করে জানান, কমিশনের উপ-পরিচালক মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে দুদকের একটি দল তাকে গ্রেফতার করে।
নকশা জালিয়াতির মাধ্যমে এফআর টাওয়ারের কয়েকটি তলা বাড়ানোর অভিযোগে গত ২৫ জুন তাসভীরসহ ২৩ জনের বিরুদ্ধে পৃথক মামলা করে দুদক।
দুদকের এ মামলায় রাজউকের ভুয়া ছাড়পত্রের মাধ্যমে এফআর টাওয়ারকে ১৯ তলা থেকে বাড়িয়ে ২৩ তলা করা, উপরের ফ্লোরগুলো বন্ধক দেওয়া ও বিক্রি করার অভিযোগে ২০ জনকে আসামি করা হয়।
এই মামলায় তাসভীর ছাড়াও এফআর টাওয়ারের মালিক এস এম এইচ আই ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের নাম রয়েছে।
এছাড়া রাজউকের সাবেক চেয়ারম্যান কে এ এম হারুন, সাবেক সদস্য মো. রেজাউল করিম তরফদার ও সাবেক পরিচালক মো. শামসুল আলমসহ কয়েকজনকে আসামি করা হয়।
এ মামলাতেই তাসভীরকে গ্রেফতার দেখানো হয়েছে, বলে জানান দুদক এ কর্মকর্তা।
অগ্নিকান্ডের ঘটনায় পুলিশের করা অপর একটি মামলায় এরআগেও তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।